
স্টাফ রিপোর্টার, ইসমাইল খান টিটু :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব তাবুক বসবাসরত বাংলাদেশি প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, সৌদি আরব তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের দুলাল।
প্রবাসী বিএনপি নেতা আব্দুল কাদের দুলাল বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।
এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ভালো কাজে মনোযোগী হওয়া, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।
লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলা,৫ নং চরপাতা ইউনিয়ন, উত্তর চরপাতা গ্রামের হাজী শফিকুর রহমানের সুযোগ্য সন্তান সৌদি আরব তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের দুলাল।
বিএনপি নেতা আব্দুল কাদের দুলাল আরও বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। আমরা মোনাজাত করবো দেশ ও জাতির জন্য, জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র, মৌলিক অধিকার ফিরে পায়।
এবং আল্লাহর নিকট প্রার্থনা করছি বাংলার প্রতিটা ধর্মপ্রাণ মুসলমান সুস্থতার সহিত রোজা পালন করার তৌফিক দান করুক আমিন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই প্রবাসী বিএনপি নেতা।