
আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, অন্যান্য কর্মকর্তারা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই স্লোগানে দিবসটি উদযাপন করা হয়। এসময় ভোটার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।