
মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে ১৩ মামলার আসামী মোটরসাইকেল চোর চক্রের প্রধান বেজী সুজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বেজী সুজন(৪০) উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের ওমর আলীর ছেলে।
বুধবার (৫ মার্চ) মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানামূলে আসামী বেজী সুজনকে গ্রেফতার করছে মতলব থানা পুলিশ।