
আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামে দরবেশ নেকবর চাঁদ (চিশতি) ও দরবেশ ফজর আলী বেপারী (চিশতি) এর দুইদিন ব্যাপী ১০০তম বার্ষিক ওরশ মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ সোমবার পবিত্র কোরআন থেকে তেলোয়াত, দোয়ার মাহফিল, ইসলামিক বয়ান, সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় মুনাজাত ও ইফতার বিতরণ করা হয়।
বিকালে গ্রামীণ মেলায় হরেকরকম পসড়া সাজিয়ে দোকান-পাট বসে। মেলায় নারী, পুরুষ, শিশু কিশোর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে। এ বছর পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে রাতে বাউল গানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
দরবেশ নেকবর চাঁদ (চিশতি)’র নাতী এবং ওরশ কমিটির সভাপতি মোঃ রাশেদুল হাসান (চাঁদ) বলেন, দরবেশ নেকবর চাঁদ চিশতি ও দরবেশ ফজর আলী বেপারীর (চিশতি)র জীবনীতে অনেক আলোকিত ঘটনা রয়েছে। যা যুগে যুগে মানুষ দেখেছে। আমরা চাই সকলেই ইসলামের পথে চলুক, ইসলামকে অনুসরণ করুন। এই ওরশ শরীফকে আরো উন্নত করে তোলতে আমরা সার্বিক চেস্টা করে যাবো। তিনি আরো বলেন, সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সকলকে সুস্থ ও হেফাজতে রাখুন আমিন।