
ইসমাইল খান টিটু :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা নাজির উদ্দিন সোহেল পাটোয়ারীর উদ্যোগী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ মার্চ শনিবার ফরজীকান্দি আল আমিন এতিমখানা ও মহিলা এতিমখানার ৩শতাধিক এতিম, হাফেজ ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে জয়পুরের মরহুম আব্দুল মালেক পাটোয়ারী সহ এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরাজীকান্দি দরবার শরীফের বোরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফরজীকান্দি দরবারের বর্তমান পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল গনি তপাদার, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমেদ হোসেন মিন্টু, উপজেলা স্কাউট সম্পাদক আক্তার হোসেস মাস্টার, ফরাজীকান্দি কমপ্লেক্সের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, ফরাজীকান্দি কমপ্লেক্সের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা শাহেনশা লিটন সরকার, বিল্লাল হোসেস রনি, আব্দুল ওয়াহিদ মাস্টার, ব্যবসায়ী হুমায়ুন কবির, সমাজ সেবক আবু জাফর পাটোয়ারী।