
মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল
আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে চান্দ্রাকান্দি এসইএল মডেল একাডেমি মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মাওলানা আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার বলেন, আমরা বিগত ১৭ বছর এক সাথে হতে পারি নাই। একসঙ্গে বসে ইফতার করতে পারি নাই। এমনকি বাড়িতে আসতে পারি নাই। আমাদেরকে এলাকা ছাড়া করে রেখেছে। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিগত ১৭ বছর কোন ইফতার প্রোগ্রাম করতে দেয় নাই। আমরা কতটা পরাধীন ছিলাম। এখন আমরা স্বাধীন হয়েছি। তারই সুফল আজকে একসঙ্গে বসে ইফতার করতে পারছি।
তিনি আরো বলেন, জোড় জবস্তি, অত্যাচার জুলুম করে ক্ষমতায় থাকা যায় না। মানুষের ভালবাসায় ক্ষমতায় থাকতে হয়। যেমনটা আছে জাতীয়তাবাদী দল বিএনপির। বিএনপির উপর মানুষের পূর্ণ আস্থা আছে। আগামী নির্বাচনে মানুষ বিএনপিকেই বেছে নিবে। বিএনপি মানুষের শান্তির দল, মানুষের কল্যাণের দল। তাই আসুন আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করি। চাঁদপুর-২ আসনে আলহাজ্ব ড. জালাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা আগামীর পথ এগিয়ে যাবো। ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় তিনি সকল নেতাকর্মীকে পবিত্র রজমানের শুভেচ্ছা ও আগাম ঈদের শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, উপজেলা যুবদলের সদস্য ফয়েজ মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়া পাঠান, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু পাঠান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।