
ইসমাইল খান টিটু :
চাঁদপুর জেলা, মতলব উত্তর উপজেলা, ছেংগাচর পৌরসভা কলাকান্দা গ্রামের মরহুম আব্দুর রহমান ভূঁইয়ার সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, চ্যানেল এ ওয়ানের ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া।
মহান স্বাধীনতা দিবসে দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন,বাঙালি জাতির জীবনে অনন্য এক দিন ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ ইং। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। পাকিস্তানের শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়ার ৫৪ তম বার্ষিকীতে স্বাধীনতা দিবস।
চ্যানেল এ ওয়ান এর ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া আরো বলেন,প্রতিবছর মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দিবসটি উদযাপন করে গোটা জাতি। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করে স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতা ও নেতৃত্বকারীদের, স্মরণ করা হয় নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি।
স্বাধীনতার এই সোনালী সূর্য ছিনিয়ে আনার জন্য জীবন দিয়েছেন লক্ষ লক্ষ শহীদ। এই শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতি বীরের জাতি কখনো ভুলবেনা।
পরিশেষে দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের বাংলাদেশী প্রতিটি নাগরিকের অঙ্গীকার।