
মতলব উত্তরে অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ
আরাফাত আল-আমিন :
ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে অনেক রাজনৈতিক দলগুলোর সহ্য হচ্ছে না। তাই জাতীয় ভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন, বিএনপিকে মাইনাস করার কোনও সুযোগ নেই। কারণ বিএনপি হলো জনগণের দল, জনমতের দল।
২১ মার্চ শুক্রবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর, এখলাছপুর, কলাকান্দা ও ছেংগারচরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন তিনি।
চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মাহবুব আহমেদ শামীম আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ৭১ এর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণঅভ্যুত্থানের প্রধান নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুতরাং বিএনপি জনগণের আস্থার দল। বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র হাস্যকর।
ইফতার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাড. মফিজুল ইসলাম, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, কলাকান্দা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।