
ইসমাইল খান টিটু :
গত ২৬ মার্চ ২০২৫ ইং বুধবার বিকাল ৩টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাডঃ অচিন্ত কুমার দাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি তৈমুর হোসেন শাহিন, শাহ্ মোহাম্মদ লায়েক উল্লাহ্, সহ সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন কালু, মহানগর যুগ্ম সাংগঠনিক সম্পাদক এজাজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মাজাহার, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, জোয়াদ্দার পান, সদর থানা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তফা কামাল রিপন, খুলনা মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোল্যা কামরুজ্জামান রজব, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ হাওলাদার, খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেত্রী জাতীয় পার্টি নিবেদিত প্রাণ শাহানাজ পারভীন, সদস্য সচিব সেলিনা আক্তার ইরানি, গোলাম রসুল প্রমুখ।
বক্তারা বলেন স্বাধীনতার পরে বাংলাদেশকে অর্থনৈতিক সামাজিক সর্বোপরি বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সু প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও সকল রাষ্ট্রনায়ক মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।