আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন সময় মৃত্যুবরণ করা বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। শুক্রবার (১১ এপ্রিল) জুমা’র নামাজ আদায় শেষে তিনি এলাকায় যান এবং কবর জিয়ারত করেন।
আলহাজ্ব ড. জালাল উদ্দিন শুক্রবার বিকালে উপজেলার খন্দকারকান্দি গ্রামে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার কবর জিয়ারত করেন। এর আগে বৃহত্তর মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের কবর জিয়ারত করেন। এর আগে উপজেলার রায়পুর ইসলামাবাদ গ্রামে বৃহত্তর মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে পুর্ব ইসলামাবাদ গ্রামে সামাজিক কবরস্থানে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের কবর জিয়ারত করেন। এছাড়াও আরো কয়েকজন বিএনপির মৃত্যুবরণ করা নেতাকর্মীদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নেতা আলহাজ্ব ড. জালাল উদ্দিন। কবর জিয়ারতের সময় তিনি নিজেই কয়েকটি মুনাজাত করেন এবং সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক খাইরুল হাসান বেনু, যুগ্ম আহবায়ক লিটন পাটোয়ারী, মুরাদ বেপারী, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সদস্য আল-আমিন সরকার, মাসুদ আলম সাগর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব আল ফালাক, যুগ্ম আহবায়ক তুহিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম জয়, সহ-সভাপতি বাদল পাটোয়ারী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খবির হোসেন মিয়াজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার, বিএনপি নেতা মোকাদ্দেস পাটোয়ারী, যুবদল নেতা মুক্তার হোসেন সহ নেতৃবৃন্দ।