মতলব উত্তর :
চাঁদপুরের মতলব উত্তরে ৫০৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/একেএম ইউনুছ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসাইন, এএসআই (নিঃ)/মোঃ জহিরুল ইসলাম খন্দকার ও কনস্টেবল/১৫১ তপন চন্দ্র দেবসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২/০৪/২০২৫ইং তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন বাগানবাড়ী ইউপিস্থ বাংলাবাজার দুলাল মেম্বারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী মোঃ আল আমিন (২২), পিতা-হুমায়ুন কবির, মাতা-মৃত তাছলিমা বেগম, সাং-ধর্মপুর, (তোহা হাউজিং, রুবেল মেম্বারের খামার সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা এর হেফাজত হইতে ০৩ (তিন)টি নীল রংয়ের পলিব্যাগের ভিতরে রক্ষিত ৫০৩ (পাঁচশত তিন) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটির ওজন .১০ গ্রাম করিয়া সর্বমোট ওজন ৫০.৩ গ্রাম, প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০০ টাকা করিয়া সর্বমোট মূল্য ১,৫০,৯০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।