
আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১৪৩২ নববর্ষ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার সুজাতপুর বাজার দলীয় কার্যালয় থেকে শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের দক্ষিণ প্রান্তে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা স্লোগান দেন শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা।
আনন্দ শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আঃ মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম মিয়াজী, ছেংগারচর পৌর বিএনপি নেতা মানিক ফরাজী, চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা প্রজন্মদলের সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, আঃ হালিম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন মেম্বার, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা মুরাদ হোসেন, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির বেপারী সহ নেতৃবৃন্দ।