মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপক গণসংযোগ
আরাফাত আল-আমিন :
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মোবিন বলেছেন, আমাদের নিবন্ধন খুব শীঘ্রই ফিরে পাবো। আমরা আশাবাদী সরকার আমাদের নিবন্ধন ফিরিয়ে দিবেন। রবিবার (২০ এপ্রিল) মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে দলীয় লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ আব্দুল মোবিন আরো বলেন, বিগত সরকার আমাদের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। মৃত্যুদন্ড দিয়েছে। শুধু তাই নয় বিগত সরকারের যারা লুটপাট করেছে তারা ইচ্ছাকৃত ভাবে একটি অসাধু উপায়ে আমাদের নিবন্ধনটা স্থগিত করেছে। আগামীতেও যারা লুটপাট চায় তাদের কারণে আমাদের নিবন্ধনটা এখনো ঝুলে আছে। ইনশাল্লাহ আমরা দ্রুত ওভারকাম হবো আমাদের নিবন্ধন আমরা ফিরে পাবো।
সময় হলেই নির্বাচন হবে বলে উল্লেখ করে ডাঃ আঃ মোবিন বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচন হবে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ তৈরি করে নির্বাচন দিতে হবে অন্যথায় বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের মাধ্যমে সরকারকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।
উপজেলার কালীপুর, ষাটনল, মোহনপুর, এখলাছপুর, নতুন বাজার, আমিরাবাদ, সাহেব বাজার, সুজাতপুর বাজার, বাগানবাড়ি বাজার, পাঠান বাজার ও ছেংগারচর বাজার সহ আরো বহু স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচএম রবিউল আলম, মতলব পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জসিম উদ্দিন প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এইচএম হেলাল উদ্দিন, সেক্রেটারী ডাঃ আবু তাহের ইমন, সুলতাবানাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম, জহিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ হান্নান, সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হুসাইন আহমেদ, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আলাউদ্দিন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা।