
আরাফাত আল-আমিন :
বৃহত্তর মতলব উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম আতিক উল্লাহ সরকারের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। শনিবার (২৬ এপ্রিল) বিকালে ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে সরকার বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে জিয়ারত করেন তিনি। মরহুম আতিক উল্লাহ সরকার ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত ও দোয়া করেন ড. জালাল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, যুব বিষয় সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সদস্য আঃ শুক্কুর মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহসান, ইসলামিয়া মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরে আলম অপু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা প্রমুখ।