মতলব উত্তরের ফরাজীকান্দি পবিত্র উয়েস্বাল শরীফ মাহফিল
আরাফাত আল-আমিন :
মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে যাচ্ছে? ৯ মে শুক্রবার বেলা ১২ টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ বোরহানুদ্দীন (রা.) ও জান্নাতুল- বাক্বী'র বাসিন্দা আল্লামা শায়খ ড. মানযূর আহমাদীয়া (রা.) এর ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী)'র মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ড. এনায়েত উল্লাহ আব্বাসী (জৌনপুরী) একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।
ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতাতু-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার সঞ্চালনায় আলোচিত ইসলামিক বক্তা ড. এনায়েত উল্লাহ আবাবাসী আরো বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মোটেও মেনে নেয়া যায় না।
তিনি আরো বলেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারেনা। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিৎ করা হোক।
ড. এনায়েত উল্লাহ আব্বাসী আরও বলেন, দেশ থেতে দুর্নীতি কি চলে গেছে, না চলে যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই। তাই এ কাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, তিন শ্রেণির মানুষ ইসলামকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। এক হল যারা ইসরাইলীদের সঙ্গে সম্পর্ক রাখে, দুই হল হিজবুত তাওহীদ ও তিন হল ইছালে ইসলাম। এদের থেকে সবাই দূরে থাকবেন। এদের সঙ্গে মিশে নিজের ইমান হারাবেন না।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বেশ কয়েক সহস্ত্রাধিক ভক্ত সমর্থকরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।