
আরাফাত আল-আমিন :
চাঁদপুর জেলার অবিভক্ত মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আতিক উল্লাহ সরকারের ১৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে) বিকালে মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামে আতিক উল্লাহ সরকারের নিজ বাড়িতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, পিজি হাসপাতালের মেডিসিন অনুষদের ডীন এবং মেডিসিন ও রিউমাটোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শামীম আহমেদ। মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় আয়োজিত স্মরণ সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন জামাল।
সভায় বক্তারা বলেন, মরহুম আতিক উল্লাহ সরকার ছিলেন অবিভক্ত মতলব উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ হিসেবে দলে নেতৃত্ব দিয়েছেন। বিগত ১৫ বছর আগে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। কিন্তু ফ্যাসিষ্ট সরকারের কারণে কখনো এধরনের স্মরণ সভা আয়োজন করা যায়নি। চলমান সময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে শান্তিপ্রিয় বাংলাদেশ আরো এগিয়ে যাবে, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কা করে যাব।
সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রমুখ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলের পুর্বে মরহুম আতিক উল্লাহ সরকারের কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মরহুম আতিক উল্লাহ সরকারের স্মরণে মরহুমের ভাতিজা ইসলামিয়া মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সরকার ও অন্যান্য ওয়ারিশগণের উদ্যোগে মিলাদ, মাহফিল, দোয়া, পবিত্র কোরআন তেলোয়াত ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।