মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরি গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গত ১৬ মে দুপুর এ ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আঃ রাজ্জাক নামের ওই বৃদ্ধ গা ঢাকা দেন।
ওই ছাত্রীর নানির দেয়া সাক্ষাৎকার থেকে জানা গেছে, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী তার নানির বাড়িতে থেকে লেখাপড়া করে। গত ১৬ মে দুপুরে সে বাড়িতে অবস্থান করছিল। ওই সময় ঘর খালি পেয়ে পাশের বাড়ির আঃ রাজ্জাক (৬০) মেয়েটিকে ধর্ষণের প্রস্তুতি নেয়। হঠাৎ করেই তার গোঙ্গানির শব্দ শুনে তার নানি ঘরে প্রবেশ করে দেখতে পান এই দৃশ্য। পরে তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। পরে আঃ রাজ্জাক সাথে সাথে দৌড়ে পালিয়ে যান।
এই ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত ১৮ মে রবিবার স্থানীয় শালিশীদের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।