
আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের সময় ৫ টি ড্রেজার মেশিন, ৩ টি বাল্কহেড ও ৮ জন বালু শ্রমিককে আটক করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার উপজেলার নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী ও বাংলা বাজার খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মতলব উত্তর উপজেলাধীন নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী ও বাংলা বাজার খাল সংলগ্ন মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ টিম সহযোগে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড ও ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন নৌ পুলিশ। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
তিনি বলেন, নদী বা খাল থেকে অবৈধভাবে বালু কাটার কোন সুযোগ নেই। যাকেই অবৈধভাবে বালু কাটার সঙ্গে যুক্ত পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।