
আরাফাত আল-আমিন :
গত ১৮ মে সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ওই অনুষ্ঠানে তারেক রহমানের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান, চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টরস এসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম। অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। তারেক রহমানের সাথে একই লাইলে দাড়িয়ে ছিলেন এবং একই টেবিলে পাশাপাশি বসে ছিলেন ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম। আর এই ছবি ও ভিডিও রীতিমত মতলবের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আইডিতে বহুল প্রচারিত হয়। তিনি মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে যান। বিশেষ অতিথি হিসেবে তিনি অনুষ্ঠানে বক্তৃতা দেন। ওই অনুষ্ঠানে বিএনপির আরও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ কিছুদিন ধরে প্রচার প্রাচারণা ও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। উপজেলা বিভিন্ন স্থানে দলীয় ব্যানারে বিলনোর্ড ও ফেষ্টুন চোখে পড়েছে। তিনি মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামের কৃতি সন্তান।