
ইসমাইল খান টিটু :
খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে স্মৃতিচারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২০ মার্চ ২০২৫ ইং, বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে স্মৃতিচারন ও দোয়া মাহফিল ডাকবাংলাস্থ খুলনা মহানগর দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদি, প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন খুলনা মহানগর জাতীয় পার্টি সহ-সভাপতি তৈমুর হোসেন শাহিন, শাহ লায়েকউল্লাহ, আশরাফুল ইসলাম সেলিম, শেখ মোঃ তোবারক হোসেন, আকরামুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর থানার আহ্বায়ক হাসানুর রশিদ রাসেল, সম্পাদক মন্ডলী সদস্য, মাজাহার জোয়াদ্দার পান, মোস্তফা কামাল রিপন,অপুর্ব দত্ত নেকু মাসুদ রানা, জাপা মহিলা নেত্রী শামিম আরা পারভীন, খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব সেলিনা আক্তার ইরানি, আবুল বাশার, শহিদ হাওলাদার, আবুল হোসেন বাবুল, প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।