
ইসমাইল খান টিটু :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলাবাসী, আমেরিকা প্রবাসী বাংলাদেশী তথা আমেরিকায় বসবাসরত প্রবাসী মতলব সমিতি ইন্ কের ঈদুল ফিতর ২০২৫ ইং সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী আমেরিকায় বসবাসরত মতলব সমিতির ইন্ কের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নাজির উদ্দিন পাটওয়ারী সোহেল।
আমেরিকায় বসবাসরত প্রবাসী মতলব সমিতির সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটওয়ারী সোহেল বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের ও খুশির। এই খুশিতে সকল ভেদাভেদ ভুলে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দে আমরা সবাই আনন্দিত হবো।
নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
আমেরিকায় বসবাসরত প্রবাসী মতলব সমিতির ইন্ কের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল আরও বলেন, ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। এবং ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই।
নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নের জয়পুর গ্ৰামের মরহুম আব্দুল মালেক মাষ্টারের সুযোগ্য সন্তান।
পরিশেষে সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেব মতলব সমিতি ইন্ কের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল তার মরহুম পিতা আব্দুল মালেক মাষ্টারের জন্য প্রিয় মাতৃভূমি মতলববাসীর কাছে দোয়া চেয়েছেন।