
আরাফাত আল-আমিন :
চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘ঈদ মানে, ঈদ মানে আনন্দ, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে।
তিনি আরো বলেন, সকল মলিনতা আর কলুষতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, পরস্পর প্রীতির বন্ধনে আ হওয়ার আহবান জানান। এছাড়াও সাম্য, ন্যায়, ভ্রাতৃত্ব, ঐক্য, দয়া, সহানুভূতি ও মানবতাবাদী সমাজ গড়তে ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পবিত্র ঈদুল ফিতর এর আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে সকল অনৈক্য ও বিভেদ দূর হবে বলে প্রত্যাশা করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।