
আরাফাত আল-আমিন :
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এ স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার মিলারচর বাজারে অনুষ্ঠিত পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক।
কলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বিট পুলিশিং সভা কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারীর আয়োজনে আরো বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কাশেম বেপারী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ সরকার, কৃষকদলের নেতা কবির হোসেন মেম্বার প্রমুখ।
বক্তব্যে ওসি মোঃ রবিউল হক বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, ডাকাতি সহ যেকোন অপরাধের বিষয়ে আমাদের তথ্য দিবেন, সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও বাল্য বিয়ে বা যেকোন সামাজিক অপরাধ হোক না কেন সব অপরাধের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। কেউ কোনরকম দ্বিধা করবেন না। আমাদেরকে অপরাধের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করবেন। মনে রাখবেন মতলব উত্তরের জনগণ ভালো থাকলে আমরা থানা পুলিশও ভাল থাকবো। আপনারা রাতে ঘুমাবেন, আমরা জেড়ে পাহাড়ায় থাকবো। আমাদের কাজই হলো অপরাধ দমন করে জনগণকে ভলো রাখা।
তিনি আরো বলেন, বর্তমান যুগে সকল সেবা যেমন অনলাইনের মাধ্যমে হাতের মুঠোয় চলে এসেছে, তেমনি পুলিশের সেবাও হাতের মুঠোয় চলে এসেছে। থানা যাতে না যেতে হয় সেজন্য প্রতিটি স্পটে বিট পুলিশিং অফিস খোলা হয়েছে। ছোট খাটো বিষয় আপনারা বিট পুলিশ অফিসারের নিকট জানাবেন, আমরা তা ব্যবস্থা নিব। এছাড়াও সরকার চাঁদপুর জেলার মধ্যে অনলাইন জিডি চালু করেছেন। থানা না এসে ঘরে বসেই অনলাইন এ্যাপসের মাধ্যমে জিডি করতে পারবেন। সুতরাং পুলিশ আর পিছিয়ে নেই, পুলিশ জনগণের বন্ধু হয়েই পাশে আছে। পুলিশকে তথ্য দিন আপনারা ভালো থাকুন।
সভায় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার এসআই কালাম, এসআই আনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাতি, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হোসেন, কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ কাইয়ুম মাল, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন ঢালী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসিম বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।