
আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকালে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক
ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাহীন প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স মামুন মুন্সির যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার মুন্সি, উপজেলা বিএনপির সদস্য আঃ শুক্কুর মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহসান, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরে আলম অপু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন, বিএনপি হল জনগণের দল। বিএনপি জনগণ ও দেশের স্বার্থে রাজনীতি করে। আগামী দিনে বিএনপি জনগণকে সাথে নিয়ে আমাদের নেতা তারেক রহমান হাত ধরে দেশ এগিয়ে যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশকে অন্যায় অত্যাচারের হাত থেকে রক্ষা করতে আমরা চাঁদপুর-২ আসন থেকে সবাই ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলে হাতে হাত রেখে কাজ করবেন।
তিনি আরও বলেন, আমরা মতলব উত্তর বিএনপি ও অন্যান্য সংগঠন একটি পরিবার। পরিবারের সদস্য সবাই একরকম না, সবাই সবকিছু পরিপক্ব নয়। আবার সবার ধ্যান জ্ঞান এক সমান না। কিন্তু যারা ভালো বুজেন তারা সবাইকে নিয়ে মিলেমিশে থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে চলবেন। কারণ ফ্যাসিস্টদের রুখে দিতে ঐক্যের বিকল্প নেই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী,যুব বিষয় সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল প্রধান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
এর আগে বৃহত্তর মতলব উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম আতিক উল্যাহ সরকারের কবর জিয়ারত করেন আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।